লেখক:_মো:ওসমান হোসেন সাকিব
অধিকার নিয়ে বাচঁতে
মুক্তির জন্য লড়তে,
ডাক এসেছিল স্বাধীনতা সংগ্রামে।
ঘুমন্ত বাঙ্গালীর উপর হত্যাযজ্ঞ
অবুঝ শিশুর নিথর দেহ
দাউ দাউ আগুনে নিচিহ্ন পল্লী-কুঠির
বুলেটের শব্দে নিস্তব্ধ গ্রাম-গঞ্জ।
বাকরুদ্ধতা,অমানবিকতার অবসান ঘটাতে
ডাক এসেছিল স্বাধীনতা সংগ্রামে।
শোর্যে ভরা দামাল বাঙ্গালী
গড়ে তুলল দুর্গ,কাধেঁ নিল অস্ত্র
শুনতে এক মুক্তির ছড়া!
“এবারের সংগ্রাম,আমাদের মুক্তির সংগ্রাম
এবারের সংগ্রাম,আমাদের স্বাধীনতার সংগ্রাম।”
Discussion about this post