রুপন দত্ত –চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি গরুর খামার থেকে ৩ টি গরু চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (১৮ মার্চ) এ ঘটনায় আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন খামারী মোঃ ফরিদুল আলম চৌধুরী । এর আগে শুক্রবার (১ ৫মার্চ) রাত ২টার দিকে উপজেলার বিলপুর এ আবুল কালাম চৌধুরী চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে
ক্ষতিগ্রস্থ খামারী মোঃ ফরিদুল আলম চৌধুরী বলেন, “প্রতিদিনের মতো খামারে গরু দেখে ঘুমিয়ে যায়। সেহেরী খাওয়ার পর খামারে গিয়ে দেখি দরজা খোলা এবং ২ টি ফ্রিজিয়ান জাতের অষ্ট্রেলিয়ান গাভী এবং ১টি বাছুর নাই। যার আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ বলেন, এখন ও পর্যন্ত কোন অভিযোগ এর কপি হাতে পাইনি। অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
Discussion about this post