রুপন দত্ত –“জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত” একাধিক ব্যানার, ফ্যাস্টুন, সাইনবোর্ড, প্লেকার্ড রাস্তার পার্শ্বে স্থাপন করা হয়েছিল । কিন্তু অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা স্থাপিত একাধিক ব্যানার, ফ্যাস্টুন সাইনবোর্ড, প্লেকার্ড ভাংচুর, কর্তন, চুরিসহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ করে। সাধারণ মানুষের প্রশ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকা অবস্থায় কারা এইসব পোষ্টার ছেড়ার দুঃসাহস করেছে।গত কিছুদিন ধরে রাতের আধারে কে বা কারা এ ঘটনা ঘটাচ্ছে।গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন ছেড়া অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যাচ্ছে । এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবী জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।
গত বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার বিভিন্ন জায়গায় পোস্টার ছিড়ে ফেলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা তাতী লীগের যুগ্ম সম্পাদক, সাবেক ইউপি সদস্য মো. আজিজুল হক বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন। আওয়ামিলীগ নেতারা বলেন, রাতে কে বা কারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত যেসব ব্যানার ছিলো সেগুলো কেটে ও ছিঁড়ে ফেলেছে। যারা প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত ছবি ছেড়ার ধৃষ্ঠতা দেখাতে পারে তারা যত পরাক্রমশালী হউক না কেন তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি।
Discussion about this post