রুপন দত্ত –আনোয়ারায় সুমন নাথ (৪০) নামে একজনকে অপহরণের পর মুক্তিপণ দাবি করা ৪ অপহরণকারীকে চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নের কেশুয়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে।
শুক্রবার (১৫ মার্চ ) বিকেলে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন মো. সাইফুদ্দিন, ফারুক হোসেন, মো. সোহান, বদিউল আলম। তাদের সকলের বাড়ি চন্দনাইশ উপজেলার বরকল গ্রামে। এই ঘটনায় অপহৃত সুমন নাথের স্ত্রী থানায় এজাহার করেছেন বলে জানিয়েছেন।
অপহৃত সুমন নাথের স্ত্রী জুমি দেবী বলেন, তার স্বামী বৃহস্পতিবার দুপুরে চাতরী চৌমুহনী বাজারে ঔষধ আনতে যায়। পরবর্তীতে বিকেল ৫টার পর তার স্বামীর নাম্বার থেকে কে বা কারা ফোন করে বলে যে তারা আমার স্বামীকে অপহরণ করেছে। তাকে জীবিত চাইলে ৫ লাখ টাকা দিতে হবে। ঘটনাটি পুলিশ কিংবা কাউকে জানালে বিপদ হবে বলে হুমকি দেন। ওরা দুই মিনিট পর পর আমার ফোনে টাকার জন্য ফোন দিতে থাকে। আমি কৌশলে এ বিষয়ে থানায় অভিযোগ করি। আর অপহরণকারীদের কাছ থেকে সময় নিই টাকা জোগাড় করার জন্য। এরই মাঝে গতকাল বিকালে পুলিশের সহযোগিতায় আমার স্বামীকে উদ্ধার করতে সক্ষম হই। এ সময় ৪ অপহরণকারীকে পুলিশ আটক করে। পুলিশ আমাদেরকে সমঝোতা করতে বলে,কিন্তু আমরা এতে রাজি হয়নি।,পরে আগামী সোমবার সমঝোতার বৈঠক হবে বলে আটক ৪ জনের মধ্যে একজনের নামে মামলা থাকায় তাকে আটক রেখে বাকি ৩ জনকে রহস্যজনক কারণে ছেড়ে দেওয়া হয়।
আনোয়ারা থানার ওসি ( তদন্ত ) মোহাম্মদ মহিউদ্দিন জানান, সুমন নাথকে অপহরণের পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। পুলিশ এ ঘটনায় অভিযান চালিয়ে ৪ অপহরণকারীকে আটক করে। আটকের পর কেন ৩ জনকে ছেড়ে দেওয়া হলো এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছাড়ার মালিক আমি না,আপনি এই বিষয়ে ওসি সাহেবকে জিজ্ঞেস করেন।
এই বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মদ জানান, এটি একটি ভুল বুঝাবুঝি ছিল।
Discussion about this post