রুপন দত্ত –আনোয়ারার পরৈকোড়ায় শ্রী শ্রী শিতলা মন্দির কতৃক আয়োজিত বার্ষিকীর মহোৎসব উপলক্ষে এক মহতী শ্রীমদ্ভাগবত গীতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
জয় চক্রবর্তীর সঞ্চালনায় গীতা পাঠ প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক সুশান্ত শীল, অর্থ সম্পাদক মাষ্টার চিন্টু কুমার রুদ্র,বাগীশিপ পরৈকোড়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক পন্ডিত অসিম চক্রবর্তী, মহিলা সম্পাদিকা রিয়া চক্রবর্তী, ও গীতা শিক্ষক বাবু উত্তম দাশ ।অতিথিরা বলেন, এই শতাব্দী ও আগামী শতাব্দীর সকল সনাতন ধর্ম অবম্ভিদের জন্য সর্বোচ্চ সর্বশেষ একটি গঠন মূলক ধর্ম গ্রন্থ হলো শ্রীমদ্ভাগবত গীতা, তাই সকলে প্রতিদিন গীতার আলোয় আলোকিত করে আগামী প্রজন্মকে সুন্দর জীবন গঠনের মুল চাবিকাঠি শ্রীমদ্ভাগবত গীতা, নিয়মিত গীতা জ্ঞানে আজকের শিশুদের গড়ে তোলা জন্য মূল সহায়ক ভূমিকা পালন করবে, এবং গীতা জ্ঞানের আলোয় সমাজ থেকে কুসংস্কার ও সকল প্রকার অনৈতিক কায্যকলাপ দূর করা যাবে। নিয়মিত গীতা পাঠে মানুষকে সৎ ও ন্যায়ের পথে পরিচালিত করে এবং অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে।
Discussion about this post