রুপন দত্ত –আনোয়ারা উপজেলাস্থ সুনামধন্য সামাজিক সংগঠন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উদ্যেগে ও প্রবাসীদের সহযোগিতায় অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।্আজ সকালে এই ইফতার বিতরন কায্যক্রম অনুস্টিত হয় ,উক্ত ইফতার সামগ্রী বিতরন কায্যক্রমে উপস্হিত ছিলেন বখতিয়ার পাডা শাহী আকবরী জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা কাজী মোহাম্মদ জাফর সাহেব, বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উপদেষ্টা জনাব আলহাজ্ব মোহাম্মদ ইউনুচ সাহেব,জনাব আলহাজ্ব রশিদ আহমদ সাহেব, জনাব হাজী নুর মোহাম্মদ স্যার,জনাব মোহাম্মদ শফি ,জনাব আমিনুল হক বাদশা, জনাব মোহাম্মদ মুছা সাগর সাহেব, সহ -সভাপতি নুরুল কবির ,মোহাম্মদ সোলয়মান,অর্থ সম্পাদক নুরুল আবচার , ক্রীডা সম্পাদক আবু তাহের, সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ ইসমাইল, দপ্তর সম্পাদক মনজুর আলম, সদস্য মোহাম্মদ শাহেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ করিম প্রমুখ।
উল্লেখ্য ৩০০ অসহায় ও হত-দরিদ্র পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয় ।
Discussion about this post