রুপন দত্ত –চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী উপজেলার সীমান্তে অবৈধ দখলদার ভূমিদস্যুদের কাছ থেকে ১.১২ একর সরকারি খাস জমি উদ্ধার করেছেন উপজেলা প্রশাসন।
আজ (১২ মার্চ) মঙ্গলবার সকালে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার অবৈধ দখলদারদের কাছ থেকে এসব জমি উদ্ধার করে প্রশাসন।
আনোয়ারা-বাঁশখালী সীমান্তে সড়কের জন্য ৮৫ শতক জমি অধিগ্রহণ করে সরকার। জমির মালিকরা অধিগ্রহণের ক্ষতিপূরণও তুলে নেন। সড়ক নির্মাণ শেষে পরবর্তীতে ভূমিদস্যুরা আরব প্রপার্টিজ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপত্র করেন। ১.১২ একর জমি অবৈধভাবে দখল করে আরব প্রপার্টিজ গরু ও মহিষের খামার গড়ে তুলে এবং রাতের আঁধারে মাটি কেটে ট্রাকে করে বিক্রি করছিল উপজেলার বিভিন্ন স্থানে।
উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দুটি মামলায় আবুল কালামের পুত্র মেহেরাজকে ৫০ হাজার টাকা ও রফিকুল ইসলামের পুত্র নিজাম উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করা হয় এবং উদ্ধার করা হয় ১ কোটি ৪০ লাখ টাকার সরকারি খাস জমি।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ্ আল মুমিন বলেন, ‘দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রেখে গরু-মহিষের খামার গড়ে তুলে এবং রাতের আঁধারে মাটি বিক্রি করছিল।জড়িত দুই ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। সরকারি খাস জমি উদ্ধারে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
Discussion about this post