আনোয়ারা উপজেলায় বজ্রপাতের মো. ফোরকান (১৫) নামের এক কিশোরের মৃত্যু এবং রাকিব (১৫) এবং জাহানারা বেগম (৫৫) নামে ২জন আহত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় দিয়ে উপজেলা রায়পুর ইউনিয়নের গলাকাটা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত .ফোরকান রায়পুর ইউনিয়নের খতিরবাপের বাড়ি মো. ইউসুপের পুত্র। আহত রাকিব (১৫) একই বাড়ির মো. নাছিরের পুত্র এবং জাহানারা বেগম (৫৫) দক্ষিণ সরেঙ্গা গ্রামের আলী আকবরের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ফোরকান এবং রাকিব বন্ধুদের সাথে নিয়ে গলাকাটা ঘাটের সমুদ্র পাড়ে ফুটবল খেলছিল। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ হয়। এসময় মো. ফোরকানসহ অন্য একজন খেলোয়াড় তাৎক্ষণিক মাটিতে পড়ে গেলে সকলের সহযোগিতায় আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার তাহামিনা জানান,বজ্রপাতে আহত অবস্থায় ৩ জন রোগী আসেন ফোরকান নামে একজন মৃত্যু হয়েছে এবং বাকি২ জন আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়।
অধিকার / রুডি
Discussion about this post