রুপন দত্ত –পবিত্র রমজান মাসকে সামনে রেখে চট্রগ্রামের আনোয়ারা উপজেলার বিভিন্ন বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারদর মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছে আনোয়ারা উপজেলা প্রশাসন।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনী বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। আনোয়ারা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিনের নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়। এসময় বাজারের গরুর মাংসের দোকান, মুরগীর মাংসের দোকান পরিদর্শন ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এসময় বাজার মনিটরিংয়ে দায়িত্বে থাকা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল মুমিন প্রত্যেক দোকানীকে পণ্যের সঠিক মূল্য তালিকা প্রদর্শন ও গুণগত পণ্য বিক্রয় করার নির্দেশ দেন। পুরো রমজান মাস জুড়ে প্রশাসনের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হবে বলে জানান। এসময় বাজারের গরুর মাংসের দোকান ১ টা, মুরগীর মাংসের দোকান ২ টা, ওয়েলফুড চাতরী শাখাসহ মোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
Discussion about this post