রুপন দত্ত –চট্টগ্রাম-১৩ আসন (আনোয়ারা-কর্ণফুলী) উপজেলায় অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগ অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপি’র গণসংবর্ধনা আজ ০৯ মার্চ শনিবার।
আজ সকাল ১১ টায় কর্ণফুলী উপজেলার নাগরিক কমিটির উদ্যোগে মইজ্জারটেক আখতারুজ্জামান চৌধুরী বাবু চত্বরে এবং বিকেল ৩টায় আনোয়ারা গণসংবর্ধনা কমিটির উদ্যোগে আনোয়ারা সরকারি কলেজ মাঠে অর্থ প্রতিমন্ত্রীকে গণসংবর্ধনা প্রদান করা হবে।
এর মাঝে প্রতিমন্ত্রী মোহছেন আওলিয়ার মাজার জেয়ারত করবেন।
এ উপলক্ষে দুই উপজেলায় সাজ সাজ রব। দুই উপজেলার নেতাকর্মীরা প্রতিমন্ত্রীকে স্বাগত জানাতে বিভিন্ন ধরনের তোড়ন, ব্যানার ফেষ্টুনে ছেয়ে দিয়েছে। নেতাকর্মীরা জানান,প্রতিমন্ত্রী হিসেবে তিনি আজ প্রথম আনোয়ারা কর্ণফুলীতে আসছেন। তার আগমনকে স্বাগত জানাতে দুই উপজেলার মানুষ প্রস্তুত।
Discussion about this post