রুপন দত্ত –ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, আমি একজন জনপ্রতিনিধি, তাই আমার জবাবদিহিতা বেশি। আমাকে জনগণের কাছে যেমন জবাবদিহি করতে হয় তেমনি সরকারের কাছেও জবাবদিহি করতে হয়।
শুক্রবার (৮ মার্চ) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দরের একটি মসজিদে জুমার নামাজ আদায়ের আগে মুসল্লিদের উদ্দেশ্যে এ কথা বলেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মো. ইশতিয়াক ইমন, কর্ণফুলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা লেয়াকত আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম প্রমুখ।
Discussion about this post