রুপন দত্ত –ঢাকা থেকে বিরতিহীন সোনার বাংলা ট্রেনে করে চট্টগ্রামে অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান এমপি। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ৭টায় ঢাকা থেকে সোনার বাংলা ট্রেনে রওয়ানা দেন তিনি। বেলা ১২টা ৫ মিনিটে তিনি চট্টগ্রাম স্টেশনে পৌঁছান।
ট্রেনে অবস্থানকালীন সময় তিনি অফিসের গুরুত্বপূর্ণ কাজ করেন বলে জানান রেলওয়ের কর্মকর্তারা। এসময় যাত্রীরা প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রতিমন্ত্রীও যাত্রীদের সাথে কথা বলেন এবং তাদের সাথে ছবি তুলেন।
রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় মহাব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম রাতে (বৃহস্পতিবার) বলেন, প্রতিমন্ত্রীকে নিয়ে সোনার বাংলা ট্রেন বৃহস্পতিবার দুপুর ১২টা ৫ মিনিটে স্টেশনে প্রবেশ করে। তিনি এসি কোচে সাধারণ আসনে বসেই চট্টগ্রাম আসেন। সাধারণত মন্ত্রী প্রতিমন্ত্রীদের মতো ভিআইপিদের জন্য বিশেষ সেলুন কোচ ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে তিনি কোন ধরনের বিশেষ কোচের সুযোগ নেননি। তবে মন্ত্রী ট্রেনে থাকায় পুলিশের পাশাপাশি ট্রেনের নিরাপত্তা কর্মীদের বিশেষ তদারকি ছিল।
, তিনদিনের সরকারি সফরে তিনি চট্টগ্রাম এসেছেন। তার আগমন উপলক্ষে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশন চত্বরে উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গণ সংবর্ধনা দেয়া হয়।
Discussion about this post