রুপন দত্ত – চট্টগ্রামের আনোয়ারায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে টাকা ছিনতাইয়ের ঘটনায় মোঃ তহিদুল ইসলাম প্রকাশ মোহন (২৬) নামের একজনকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ । তহিদুল আনোয়ারা সদর এলাকার ৪নং ওয়ার্ডের মোহাম্মদ আলী সওদাগরের বাড়ির মোহাম্মদ আলীর ছেলে।
গতকাল রবিবার (৩ মার্চ) রাতে আনোয়ারা থানা পুলিশের বিশেষ অভিযানে এসআই মামুনুর রশীদের নেতৃত্বে জয়কালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে তার বাড়ি থেকে ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য গত শনিবার বাড়ি ফেরার পথে মোবাইল ব্যাংকিং ব্যবসায়ী মোহাম্মদ কলিমউল্লাহকে সাইকেল থেকে ধাক্কা দিয়ে ছুরি মেরে আঘাত করে মোবাইল ও টাকা ছিনতাই করে নিয়ে যান ছিনতাইকারীরা।
এ ঘটনায় আহতের বাবা মৌলানা মুজাম্মেল হক বাদী হয়ে ছিনতাইকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন ,গতকাল রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তৌহিদুল ইসলাম নামের একজন ছিনতাইকারীকে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।
Discussion about this post