রুপন দত্ত –বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান এমপিকে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং ওয়াসিকা আয়শা খান এমপিকে অভিনন্দন জানিয়ে আনোয়ারায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ঠা মার্চ) সকাল ১১টায় আনোয়ারা সদরের জয়কালীবাজার থেকে শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।এসময় নেতাকর্মী ও সাধারণ মানুষের কাছে মিষ্টি বিতরণ করা হয়।
শোভাযাত্রা শেষে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল বশর চৌধুরী, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক এইচএম নজরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা স্বপন ধর, অহিদুল আলম,উপজেলা আওয়ামী লীগ নেতা আহকাম ইবনে জলিল মিশন, ইউএই আতাউর রহমান কায়ছার স্মৃতি সংসদ আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন, দক্ষিণ জেলা তাঁতী লীগের সহ-সভাপতি আজিজুল হক আজিজ, সহ-সভাপতি জসিম উদ্দিন।এ সময় অন্যান্যদের মাঝে আওয়ামী লীগ নেতা শামসুল আলম বাবুন, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, আবুল মোকারম সিদ্দিকী, লীগ নেতা আক্তার হোসেন পিন্টু, ডাক্তার শামসুল আলম, জনি বড়ুয়া, জিয়াউর রহমান সহ আওয়ামী লীগ যুবলীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যাক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Discussion about this post