শারদীয় দূর্গাপূজা উপলক্ষে আনোয়ারা বারখাইন ইউনিয়নে মাননীয় ভূমি মন্ত্রী,সৎ পরিছন্ন রাজনীতিবিদ জননেতা আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ এর চেয়ারম্যান ইসি তরুন প্রজন্মের আইডল শিল্পপতি আলহাজ্ব আনিসুজ্জামান চৌধুরী রনি,ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিঃ এর পরিচালক শিল্পপতি আসিফুজ্জামান চৌধুরী জিমির পক্ষে ২৫০০ (দুই হাজার পাঁচ শত)পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগ নেতা বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত জননেতা আখতারুজ্জামান চৌধুরী বাবুর একান্ত সচিব আলহাজ্ব বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।
ইউনিয়নের প্রতিটি পূজা মন্ডপে তিনি নিজে উপস্থিত হয়ে এসব বস্ত্র মানুষের হাতে হাতে তুলে দেন।
বস্ত্র বিতরণ অনুষ্টানে দক্ষিন শোলকাটা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সভাপতি বাবু সুভাস দত্তের সভাপতিত্বে শোলকাটা প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়।
বিশিষ্ট সমাজ সেবক বাবু রনধীর দত্ত সভার উদ্বোধন করেন।,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু হিমাংসু বিকাশ দেব,আনোয়ারা উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি বাবু দোলন মজুমদার,সাধারণ সম্পাদক নিউটন সরকার,পরিমল সিকদার,পিটু লাল সিকদার,অনুপম সিকদার সিটু,ইমরান খান,অনুপ দত্ত মান্না,জোটন মজৃমদার,খোরশেদুল আলম হিরু,মামুনুর রশিদ,পরিমল দত্ত,প্রদীপ দত্ত কনক,রনি সিংহ,তাপস সিকদার,ডি কে দত্ত দিপু,নিরুপম দত্ত,ইমন দত্ত মিটু,মিটু দত্ত,গোপন সিকদার,আমজাদ হোসেন আসিফ,সাকিব আহমদ,মো রাসেল,মোঃ মানিক,আতিকুল ইসলাম,মোঃ আসিফ,জাবেদুল ইসলাম,মোঃ ছোটন,ফিরুজ খান,জাহেদ হোসেন,আরিফুর রহমান,মোঃ নাঈম,জনি,রনি দত্ত,প্রমুখ।
প্রধান অতিথির বক্তবে বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ বলেন
দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এ উৎসব প্রতিটি বাঙালির হৃদয়ে বয়ে আনে এক অনাবিল আনন্দ। সার্বজনীন এ দুর্গোৎসব শুধু বাঙালি হিন্দুদের মধ্যেই সীমাবদ্ধ নয়। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এ দুর্গোৎসব ঘিরে বাঙালির মধ্যে গড়ে ওঠে এক সৌহার্দ্য-প্রীতি ও মৈত্রীর বন্ধন।
বঙ্গবন্ধুর সপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে জননেত্রী শেখ হাসিনা তথা আনোয়ারার গন মানুষের নেতা মাননীয় ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর সাথে থেকে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান।
অধিকার / রুডি
Discussion about this post