আমিনুল ইসলাম রুবেল -,চন্দনাইশ :-
চট্টগ্রাম চন্দনাইশে আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২মার্চ শনিবার সকালে কলেজের মাঠে গভর্ণিং বডির সভাপতি ডা.আবু মনসুর মো.নিজামুদ্দিন খালেদ এর সভাপতিত্বে এই নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট কামেলা খানম রুপা। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌর মেয়র মাহবুবুল আলম খোকা। কলেজের অধ্যাপক যথাক্রমে হুর নায়ের চৌধুরী,তাহমিনা আক্তার ও প্রভাকর বড়ুয়ার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ শিপ্রা সিকদার, আবু বক্কর, মুজিবুর রহমান, আবুল খায়ের, অধ্যক্ষ আবুল খায়ের, অধ্যাপক যথাক্রমে তৌকি উদ্দিন, খাইরুজ্জামান, সিরাজ উদ্দৌল্লা, ইন্দিরা চৌধুরী প্রমুখ। এসময় অতিথিরা বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড।তাই আগামীর বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে আধুনিক ও সমৃদ্ধির দেশ হিসেবে বিশ্বের বুকে সম্মান বজায় রাখার স্বার্থে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর প্রজন্মের শিক্ষার্থীদের অধ্যবসায়ের মাধ্যমে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সমৃদ্ধ করার আহবান জানান। আলোচনার শেষে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজ প্রাঙ্গণ মিলন মেলায় পরিণত হয়।
Discussion about this post