রতন কান্তি দাশ – লোহাগাড়া
শুক্রবার (১লা মার্চ ) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সুখছড়ী মাথার দিঘিরপাড়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গীতাযজ্ঞ অনুষ্ঠিত হয়।
আশ্রমের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুরুতে সকাল থেকে শ্রীশ্রী অখন্ড মহাযজ্ঞের শুভারম্ভ, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন, মঙ্গলারতি, গুরু বন্দনা, শ্রী শ্রী লোকনাথ বাবার প্রাত্যাহিক বাল্যভোগ, শ্রী শ্রী লোকনাথ বাবার মঙ্গল শোভাযাত্রা, শ্রী শ্রী বাবার পূজা, প্রাত্যাহিক রাজভোগ নিবেদন, অন্নপ্রসাদ বিতরণ, শ্রী শ্রী অখন্ড মহানামযজ্ঞের পূর্ণাহুতি, শ্রী শ্রী বাবার সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
Discussion about this post