রুপন দত্ত –বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বাগীশিপ আনোয়ারা উপজেলার আওতাভুক্ত আনোয়ারা সদর ৭নং ইউনিয়ন গীতা শিক্ষা পরিষদ বাগীশিপ এর দ্বিবার্ষিক সম্মেলন সরস্বতী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ আনোয়ারা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক শ্রী সুশান্ত শীল এর সঞ্চালনায় এবং সি: সাংগঠনিক সম্পাদক শ্রী সন্তোষ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে,শ্রী শান্তু ভট্টাচার্যৈর পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠিত সভায় উদ্ভোধক ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী কল্লোল সেন , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিপ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শ্রী বাবুল কান্তি দেব , প্রধান বক্তা ছিলেন বাগীশিপ আনোয়ারা উপজেলার সভাপতি লায়ন অজিত কুমার নাথ, আলোকিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিপ আনোয়ারা উপজেলার সহ সভাপতি সাংবাদিক শ্রী রূপন দত্ত , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিপ আনোয়ারা উপজেলার শিক্ষা বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক শ্রী অরুন গুপ্ত , বাগীশিপ আনোয়ারার উপদেষ্টা নন্দিত কথাশিল্পী সংগঠক শ্রী রঞ্জিত কারিগর।অন্যান্যদের মধ্যে উপস্থিত বক্তব্য রাখেন নন্দিত গীতা সংগঠক শ্রী পারিজাত চক্রবর্তী,শ্রী শিমুল দাশ , শিক্ষক মিন্টু দে,ডাঃ সুমন দত্ত, মহিলা সম্পাদিকা ইউ পি মেম্বার মৌসুমী আইচ,ইউ পি সদস্যা নীলা শীল প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে নন্দিত গীতা সংগঠক শ্রী রঞ্জিত কারিগরের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে গীতা সংগঠক শ্রী পারিজাত চক্রবর্তী কে সভাপতি,শ্রী শিমুল দাশকে সিঃ সহ সভাপতি, শিক্ষক শ্রী মিন্টু দে,শ্রী ছোটন দত্ত,শ্রী বিপ্লব চক্রবর্তী কে সহ সভাপতি,ডাঃ সুমন দত্ত কে সাধারণ সম্পাদক,শ্রী সুব্রত ধর জয়কে সাংগঠনিক সম্পাদক, শ্রী দীপন দত্তকে অর্থ সম্পাদক,এডঃ শ্রী শ্যামল শীল মহোদয় কে আইন বিষয়ক সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ গীতা পরিষদ গঠন করে সর্ব সম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।
Discussion about this post