রুপন দত্ত –প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় নতুন করে জায়গা পেলেন দক্ষিণ চট্টগ্রামের পেয়েছেন গুরুত্বপূর্ণ দুই প্রতিমন্ত্রী। গতকাল শপথ নেয়া সাত প্রতিমন্ত্রীর মধ্যে সংরিক্ষত নারী আসন থেকে পরপর তিনবারের নির্বাচিত সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খানকে অর্থ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং মো. নজরুল ইসলাম চৌধুরীকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ এই দুই মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রীর গ্রামের বাড়ি দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা ও চন্দনাইশ।
ওয়াসিকা আয়শা খান এমপি সরকারের নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হওয়ার খবরটি প্রকাশিত হওয়ার পর থেকে দিনব্যাপী আনোয়ারাসহ দক্ষিণ চট্টগ্রামজুড়ে নেতাকর্মী ও স্থানীয় জনগণের মাঝে খুশির বন্যা বইতে শুরু করে। বিশেষ করে তিনবারের সংসদ সদস্য ওয়াসিকা আয়শা খান অর্থ প্রতিমন্ত্রী হওয়ায় তাঁর গ্রামের বাড়ি আনোয়ারার সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। বিশেষ করে স্বাধীনতা পরবর্তী এই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে প্রতিমন্ত্রী হিসেবে যুক্ত হলেন কোনো নারী। শুধু চট্টগ্রাম নয়, দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন চট্টগ্রামের ওয়াসিকা আয়শা খান এমপি। তিনি হলেন চট্টগ্রামের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক এমএনএ ও রাষ্ট্রদূত বাংলাদেশ আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান খান কায়সারের কন্যা ও বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক।
গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে চট্টগ্রামের দুই প্রতিমন্ত্রীসহ নতুন সাত প্রতিমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠান হয়। তাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করা ওয়াসিকা আয়শা খান ১৯৭১ সালের ২৪ জুলাই জন্মগ্রহণ করেন। তার বাবা আতাউর রহমান খান কায়সার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রখ্যাত রাজনীতিবিদ।
ওয়াসিকা ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক হন। বর্তমানে চিটাগাং আর্টস কমপ্লেঙের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন তিনি। তিনি জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর জন্য ওকালতি করা ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ নামক নেটওয়ার্কের ভাইস চেয়ারপারসনের দায়িত্বও পালন করেছেন। মহিলা আওয়ামী লীগের সহ–সভাপতির দায়িত্ব পালন করা ওয়াসিকা আয়শা খান ২০২১ সালের জুনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হন।
উত্তর চট্টগ্রামের ইতিহাসে প্রায় সময় একের অধিক মন্ত্রী থাকলেও দক্ষিণ চট্টগ্রামে ছিলেন একমাত্র আনোয়ারা থেকে নির্বাচিত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। তিনি একবার ভূমি প্রতিমন্ত্রী এবং গতবার ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
Discussion about this post