রুপন দত্ত –আনোয়ারায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘প্রত্যাশী’র আয়োজনে উপজেলা পর্যায়ে স্থানীয় অংশীজনদের সাথে সিমস্ প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ ও ভবিষ্যৎ কর্ম-কৌশল শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার একটি অভিজাত রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সেইফ মাইগ্রেশন প্রজেক্ট অফিসার মীর নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী। সভায় উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বৈরাগ ইউপি চেয়ারম্যান নোয়াব আলী, হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান আজিজুল হক বাবুল এবং অন্যান্যদের মধ্যে সোশ্যাল মোবিলাইজার মুহাম্মদ আব্দুল বাসেত ও জয়নাল আবেদীন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের সচিব, উদ্যোক্তা, ইউপি সদস্য ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post