রুপন দত্ত –চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পারকি সমুদ্র সৈকতে গাড়ি চালিয়ে পর্যটকদের বিড়ম্বনায় ফেলা ও যেখানে সেখানে গাড়ী পার্কিং এর দায়ে চারটি গাড়িকে চার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে অভিযান পরিচালনা করেন উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন।
সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৪ টি মামলায় চার হাজার টাকা জরিমানা করা হয়। এদের মধ্যে ৩টি মোটরসাইকেল ও ১ টি কার রয়েছে। অভিযান শেষে উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মুমিন জানান, পর্যটক মৌসুমে পারকি সৈকতে পর্যটকদের ঢল নেমেছে, এসময় কিছু লোক অবৈধ ভাবে বীচে মোটর সাইকেল ও কার চালিয়ে পর্যটকদের বিড়ম্বনায় ফেলার চেষ্টা করে এবং রাস্তায় এলোমেলো ভাবে গাড়ি পার্কিং করার অপরাধে এই অভিযান চালানো হয়।অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Discussion about this post