রুপন দত্ত – চট্টগ্রামের আনোয়ারার চাতরী ইউনিয়নের কৈনপুড়া এলাকার নাজিম উদ্দীন (৪৮) নামে এক মাদক কারবারিকে ধরে পুলিশে দিয়েছেন ইউপি চেয়ারম্যান।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুড়া এলাকার কলা বাগান থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়। এসময় তার কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় তৈরীর মদ উদ্ধার করে পুলিশ।
চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল জানান, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কলাবাগানে তার আস্তানা গিয়ে আটক করে থানা পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে মদসহ তাকে আটক করে। নাজিম ৪নম্বর ওয়ার্ডের নুরুল ইসলামের ছেলে।
আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, তার আস্তানা থেকে আটকের পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে এবং এক ড্রাম দেশীয় তৈরী মদ উদ্ধার করে। যার আনুমানিক ৩০-৩৫ লিটার। গ্রেপ্তারকৃত বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Discussion about this post