একুশ মোদের চেতনা
একুশ মোদের প্রেরণা।
একুশ মোদের গর্জন
একুশ মোদের বিসর্জন।
একুশ মানে ছেলেহারা মায়ের আর্তনাদ
একুশ মানে মুক্তিযুদ্ধের সূত্রপাত।
বর্ণমালা,মিষ্টির ছড়া…
সব তো তোমার দান,
বাঙ্গালী জাতির বাংলা ভাষায়
তুমি তো এক দীপ্ত নাম!
শত ছাত্রজনতা ‘বাংলা ভাষা’ তোমায় পাওয়ার তরে
মানেনি সেই দিন গুলি!মানেনি সেই দিন ব্যারিকেড!
অকাতরে দিয়েছিলো প্রাণ সালাম,রফিক আরো ও অনেক।
বলো,হে একুশ….
রক্তেরঞ্জিত সেই দিন,ভুলব আমি কেমনে?
___________________________________
শিক্ষার্থী:-পটিয়া সরকারি কলেজ,বিবিএস ডিপার্টমেন্ট।
Discussion about this post