আনোয়ারায় বন্য হাতি আক্রমনে একজনের মৃত্যু হয়েছে।
আজ ১১ অক্টোবর, সোমবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. সোলায়মান বলেন, তিন বছর ধরে হাতি আক্রমণে অনেক লোক নিহত হয়েছে। হাতির আক্রমণে অনেকের ঘরবাড়ি ভাংচুর হয়েছে, স্থানীয় অনেক লোক আহত হয়েছেন। এতো কিছুর পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের টনক নড়েনি। সর্বশেষ সোমবার দিবাগত রাতে অজ্ঞাত এই ভারসাম্যহীন ব্যাক্তি নিহত হয়েছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আ ন ম ইয়াসিন নেওয়াজ বলেন, ’বন্য হাতি জোর করে সরিয়ে নেওয়া যায় না। এরা স্বাভাবিকভাবে আসবে আবার ফিরে যাবে। ফিরে যাওয়ার পর যাতে আর না আসে, সে চেষ্টা করা হয়। আনোয়ারায় হাতির আক্রমণের ব্যাপারে আমরা উদাসীন নই। ইতিমধ্যে সেখানে পাহারার জন্য দল গঠন করা হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে আনােয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম শিকদার বলেন, রাস্তার পাশে ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করছে। তবে এখনো মরদেহটির পরিচয় পাওয়া যায় নি। ধারণা করা হচ্ছে মরদেহটির আনুমানিক বয়স ৬০ বছর। বন্য হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
অধিকার / রুডি
Discussion about this post