অধিকার ডেক্স –চট্টগ্রাম মহানগর যুবদল নেতা এনামুল হক রাজুকে ভিত্তিহীন গায়েবী মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতৃবৃন্দ।
এক বিবৃতিতে নগর যুবদল নেতৃবৃন্দ বলেন, ডামি সরকার বিএনপির নেতাকর্মী ও জনগণের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। বিএনপির নেতাকর্মীদের টার্গেট করে গ্রেফতার এবং মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণের অমানবিক ও ন্যাক্কারজনক খেলায় মেতে উঠেছে অবৈধ সরকার। তবে কোন কর্তৃত্ববাদী নিপীড়ক সরকারই জনগণের ওপর স্টীমরোলার চালিয়ে বেশীদিন টিকে থাকতে পারেনি। আওয়ামী শাসকগোষ্ঠীও পারবে না।
নেতৃবৃন্দরা, অবিলম্বে যুবদল নেতা এনামুল হক রাজুসহ সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
Discussion about this post