রুপন দত্ত –চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দারুত তাহফিজ বালক ও বালিকা মাদ্রাসা নামের এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯ বছর বয়সের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার ( ১৯ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার ২নং বারশত ইউনিয়নের কালীবাড়িস্থ ইব্রাহিম টাওয়ার (৩য় তলা) থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা যায়, নিহত শিশু বটতলী ইউনিয়নের আঈরমঙ্গল আনুর বর বাড়ির মোঃ ছৈয়দ এর ছেলে মোঃ ওমাইর ছেলে। সে এ মাদ্রাসায় হিফজ বিভাগে অধ্যায়নে ছিলেন। এদিকে মাদ্রাসায় শিক্ষার্থীর লাশ উদ্ধারের খবর পেয়ে মাদ্রাসায় পরিদর্শনে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ। তিনি বলেন খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি। পুলিশ তদন্ত করার পর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
নিহত শিক্ষার্থীর পিতা মোঃ ছৈয়দ বলেন , মৃত্যুর খবর পেয়ে মাদ্রাসায় এসে দেখি ছেলে লাশ হয়ে আছে । মাদ্রাসা পরিচালনার দায়িত্ব ছিলো আমার শালক । এই মৃত্যুর কোন কারণ খুঁজে পাচ্ছেন না আমি। তিনি আরো বলেন , আমি ওমাইর এর বন্ধুদের সাথে কথা বলেছি । তাঁরাও কোন কারণ জানেনা বলে জানিয়েছে ।
আনোয়ারা থানার ওসি বলেন , খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে তদন্তে এখন ও মৃত্যুর কোন আলামত বা তথ্য পাওয়া যায়নি।
Discussion about this post