আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের আনোয়ারা প্রেস ক্লাবের ২০২৪-২০২৫ সালের কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটিতে দৈনিক আজাদীর প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম নুরুল ইসলামকে সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি জাহেদুল হককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল শুক্রবার (১৯ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলা সদরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের সম্মতিক্রমে ১৭সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠিত হয়।
১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি খালেদ মনছুর (দৈনিক পূর্বদেশ), সহ-সভাপতি ডিএইচ মনসুর (আমার সংবাদ) সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক
এনামুল হক নাবিদ (দৈনিক সময়ের আলো) , অর্থ সম্পাদক ফরহাদুল ইসলাম (দৈনিক ইনফো বাংলা), সাংগঠনিক সম্পদক জাহিদ হাসান হৃদয় (দৈনিক ইত্তেফাক), দপ্তর সম্পাদক রিয়াদ হোসেন (দৈনিক মানবজমিন), প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদুল ইসলাম (বিজনেস বাংলাদেশ, গ্রন্থাগার সম্পাদক শেখ আবদুল্লাহ (দৈনিক জনবাণী) ,
সাংস্কৃতিক সম্পাদক কাঞ্চন সুশীল (দৈনিক সংবাদ), ক্রীড়া সম্পাদক নুরুল কবির (দৈনিক খোলা কাগজ), সমাজসেবা ও অ্যাপায়ন সম্পাদক ইকবাল বাহার (আমাদের সময়) ।
এছাড়াও কার্য়করী কমিটির নির্বাহী সদস্য হলেন-রূপন দত্ত (দৈনিক ভোরের আকাশ) ও আক্কাস উদ্দিন (দৈনিক নয়াবাংলা)। সংগঠনের অন্য সদস্যরা হলেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি রতন কান্তি দাশ, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি আরাফাত প্রমুখ।
Discussion about this post