আব্দুর রাজ্জাক সিনিয়র রিপোর্টার।
ঠাকুরগাঁওয়ের, ৮ নং রহিমান পুর ইউপির, দাসপাড়ায় গত (৪ জানোয়ারি ২০২৪) সকাল অনুমান ০৯.০০ মিনিট সময়ে হাসকিং মিলের ব্রয়লার বিস্ফোরিত হয়ে মা, মেয়ে ও ভাতিজা নিহত আহত স্বামী।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ, দিনাজপুর চেপ্টারের সভাপতি অ্যাড কমল কান্ত কর্মকার
জানান ঘটনার সংবাদ পেয়ে গত (১২ জানোয়ারি ২০২৪)সে কমল কান্ত কর্মকারসহ বি ডি এম ডাব্লুর ৫ সদস্যর একটি প্রতিনিধি দল সরজমিনে গিয়ে তদন্ত কালে স্থানিয়দের নিকট জিজ্ঞাসা বাদে যানা যায়, প্রতিদিনের ন্যায় বাড়ীর উঠান অর্থাৎ দাসপাড়া হরিবাসর মন্দিরের সামনে রোদের মধ্যে ১। দিপ্তী রানী – দাস (৪০), তাঁর কন্যা ২। পুজা দাস (০৮), এবং ভাতিজা ৩। পলক দাস (০৯) বসে গল্পগুজব করিতেছিল। উক্ত সময় মোঃ সাইদুর রহমানের হাসকিং মিলের ব্রয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ব্রয়লারটি অনুমান ১০০ মিটার দূরে উড়ে আসে মন্দিরের টিনের চালায় আঘাত করে উঠানে পড়িলে ঘটনাস্থলে থাকা,মা, মেয়ে , ভাতিজা, গুরুত্বর জখম প্রাপ্ত হয় এবং ব্রয়লারে থাকা গরম পানি দিয়ে ৩ জনের শরিল ঝলসে গিয়ে ঘটনাস্থলেই, মা, মেয়ে, ভাতিজা, ৩ জন মৃত্যু বরণ করেন। উক্ত ঘটনাস্থলেই ব্রয়লারের বিস্ফোরনে নিহত দিপ্তীরানীর স্বামী শ্রী সাগর দাস (৪৫) গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে -সূমুর্ষ অবস্থায় পড়িয়া থাকিলে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
তদন্ত কালে আরও যানা যায়, উক্ত হাসকিং মিলের ব্রয়লারের যান্ত্রিক ত্রুটি থাকা সত্ত্বেও, মিলের মালিক উক্ত ব্রয়লারটি মেরামত না করে মিলের কার্যক্রম চালাইয়া আসিতেছে।
মিলের মালিক সাইদুর রহমানসহ মিলের কর্মচারিদের গাফিলাতি ও অবহেলা জনিত কারণে ব্রয়লারটি সঠিকভাবে মেরামত না করার দরুন ব্রয়লার বিস্ফোরিত হয়ে ৩ জন ব্যক্তির প্রাণহানীসহ গুরুত্বর জখম, ক্ষয়-ক্ষতির ঘটনাটি সংঘটিত হয়।
উক্ত মিলের মালিক সাইদুর রহমান (৪৯) ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামের নইম উদ্দিনের পুত্র।
উক্ত ঘটনার বিষয়ে নিহতের স্বামী সাগর দাস (৪৫) বাদী হয়ে গত (৪ জানোয়ারি ২০২৪)সে মিলের মালিক সাইদুর রহমানসহ অজ্ঞাতনামা মিলের কর্মচারীদেরকে আসামি করে একটি মামলা দায়ের করেন কিন্তু আসামির বড় ভাই ঢাকা রেঞ্জের ডি এস পি, (পুলিশ কর্মকর্তা) হওয়ায় মামলা রেকর্ড করতে গড়িমসি করেন থানা পুলিশ অবসেশে গত (৯ জানোয়ারি ২০২৪)সে মামলাটি রেকর্ড করেন, মামলা নং ৮। ধারা, ৩০৪(ক)/৩৩৮/৪২৭/৩৪ পেলান কোর্ড ১৮৬০।
বি ডি এম ডাব্লুর দিনাজপুর চেপ্টারের সাধারণ সম্পাদক শ্রী শ্যামল ব্যানারজি ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর নিকট ঘটনার বিষয় জানতে চাইলে তিনি বলেন তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এরিপোর্ট লেখা পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করেনি থানা পুলিশ।
Discussion about this post