এম. সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়াঃ
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মাস্টার হাট এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মোতালেব সিআইপির সমর্থনে (ঈগল) বুধবার (৩ডিসেম্বর)বিকালে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী,সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, নোমান গ্রুপ ও সাদ গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সাহেবের কন্যা সাদ গ্রুপের ডিএমডি নূরে ইয়াসমিন ফাতিমা এবং বনফুল গ্রুপের এমডি ওয়াহিদুল ইসলাম সিআইপিসহ অন্যান্যরা।সমাবেশে বক্তারা আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে এম এ মোতালেবকে ঈগল মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে এলাকার উন্নয়ন করার সুযোগ দানের অনুরোধ জানান।
Discussion about this post