রুপন দত্ত –আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৯০ চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপির সমর্থনে প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করেছে আনোয়ারা সদর ব্যবসায়ী সমিতি।
শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে উপজেলার সদরের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীদের মাঝে প্রচারণা চালানো হয় এবং লিফলেট বিতরণ করা হয়।
এসময় আনোয়ারা সদর ব্যবসায়ী সমিতি সভাপতি ও আনোয়ারা শ্রমিক লীগের সহ-সভাপতি মামুনুর রশীদের নেতৃত্ব অন্যান্যদের মধ্যে মহিউদ্দিন চৌধুরী, রাম প্রসাদ, সাগর, শ্যামলসহ সদরের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post