- এম. সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া, (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সন্তান মালয়েশিয়া প্রবাসী সাহাব উদ্দিন জাতীয় প্রবাসী দিবসে গ্রহণ করলেন সম্মাননা ক্রেস্ট ও কার্ড। বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি)হিসেবে নির্বাচিত হওয়ায় সংবর্ধিত হয়েছেন। সে পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া এলাকার নুরুল ইসলামের পুত্র। এ সময় তাকে সিআইপি কার্ড ও সম্মাননা প্রদান করা হয়। শনিবার (৩০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রবাসী দিবস-২৩ উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সিনিয়র সচিব ড.আহমেদ মনিরুছ সালেহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রী ড. আবদুল মোমেনসহ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক
কর্মসংস্থান মন্ত্রনালয়ের সংশ্লিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাহাব উদ্দিন সিআইপি নির্বাচিত হওয়ায় তার বড় ভাই ব্যাংকার তাজ উদ্দিন জানান, আমার পরিবারের জন্য এটা বড় প্রাপ্তি। আমার ভাই বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা পাঠিয়ে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পেরেছে বলেই সিআইপি নির্বাচিত হয়েছে। আমার বাবা-মা পরিবারের সদস্যরা সবাই অনেক খুশী। সদ্য সিআইপি নির্বাচিত মালেশিয়া প্রবাসী সাহাব উদ্দিন সিআইপি তার অনুভূতি ব্যক্ত করে জানান,এই সম্মানের জন্য আমি মহান আল্লাহর দরবারে লাখো কোটি শোকরিয়া আদায় করছি। মালয়েশিয়া থেকে সর্বোচ্চ রেমিটেন্স দাতা হিসেবে অনাবাসী বাংলাদেশি ক্যাটাগরিতে ২০২৩ সালের আমাকে নির্বাচিত করা হয়। সিআইপি হিসেবে সংবর্ধিত হয়ে নিজেকে গর্ববোধ মনে করছি। ভবিষ্যতে সমাজ,দেশ ও প্রবাসীদের কল্যাণে কাজ করবো ইনশাআল্লাহ। এই সম্মাননা আমাকে আরো দায়িত্ববোধ বাড়িয়ে দিল।এটা আমার কাছে অনেক বড় প্রাপ্তি। এ প্রাপ্তি আমি আমার উত্তর পদুয়া গ্রামের মানুষসহ লোহাগাড়াবাসীকে উৎসর্গ করলাম। এই প্রাপ্তিতে আমিসহ আমার পরিবার অনেক বেশী আনন্দিত। আমাকে সিআইপি হিসেবে নির্বাচিত করায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, সচিব এবং কর্মকর্তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। উল্লেখ্য, ২০ ডিসেম্বর (বুধবার) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২০২৩ সালের জন্য তিন ক্যাটাগারিতে বিশ্বের বিভিন্ন দেশে থাকা ৭০ জন প্রবাসী বাংলাদেশিকে সিআইপি নির্বাচিত করে তালিকা প্রকাশ করা হয়। এরমধ্যে লোহাগাড়ার সন্তান মালেশিয়া প্রবাসী মোঃ সাহাব উদ্দিন সিআইপি হিসেবে নির্বাচিত করেন সরকার।
Discussion about this post