রুপন দত্ত –গত ২২ ই ডিসেম্বর ২০২৩ইং রোজ শুক্রবার এই অনুষ্ঠান আয়োজিত হয়।
শ্রী গীতার জন্ম জয়ন্তী উপলক্ষে সকলের মঙ্গল কামনায় পার্থ সারথি পূজা,সম্মিলিত গীতাপাঠ
সমবেত প্রার্থনা, মঙ্গল আরতি গীতা দান,শীতার্তের মাঝে কম্বল বিতরণ ও গুনীজনকে সন্মাননা প্রদান করা হয়।
আনোয়ারা সর্দার পাড়া লোকনাথ মন্দির কমিটির সভাপ্রতি রুবেল দাশ ও গীতা সংঘের ছাত্রী পূজা শীলের পরিচালনায়- উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন – হোপ বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মনীশ দাশগুপ্ত, বিশেষ অতিথি ছিলেন – হোপ বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শ্রী বিজয় কৃষ্ণ শীল, হোপ বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার আহবায়ক -সিপন সিকদার, ডেপুটি ড্ররেক্টারঃ রাফি ইবনে তাহের (নোবেন)।এসিস্ট ড্ররেক্টারঃ রনি দাশ ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখে- সুমী,লক্ষী কৃষ্ণা,জয়া শীল,সম্রাট,বিজয়,প্রকাশ,মুন্না শংকর, জয়, বিমল সর্দার ও রুপনা দাশ।
অনুষ্ঠানে মনীষ দাশ গুপ্ত, বিজয় কৃষ্ণ শীল, হরিপদ দাশ ( সাজু) ও সুপন সিকদারের মাঝে গুণীজন সন্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ গীতা জয়ন্তীর এই পবিত্র দিনে সকল সনাতনীদের কাছে নিত্যদিন গীতাপাঠ ও গীতার আর্দশে জীবন গঠন করার জন্য আহবান জানান।
এবং মন্দির কমিটির সদস্যবৃন্দ হোপ বাংলাদেশ ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। শেষে সকলের মাঝে গীতা দান ও কম্বল বিতরণ করা হয়।।
Discussion about this post