রুপন দত্ত :-আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৯০ চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি তার নির্বাচনী জনসভায় বলেন, আমি বিদেশ থাকি, ঢাকায় থাকি, যেখানেই থাকিনা কেন আমার মন সবসময় আমার গ্রামে পড়ে থাকে। আমি চেষ্টা করি আমার পিতা যেভাবে আপনাদের নিয়ে আপনাদের পাশে ছিলেন আমিও যাতে সেভাবে আপনাদের পাশে থাকতে পারি। রাজনীতি করি বা না করি আমার সবসময় আপনাদের পাশে থাকতে হবে। আপনাদের আমাকে প্রয়োজন না হতে পারে কিন্তু আপনাদের আমাকে লাগবে।
এই এলাকা অনেক উন্নয়ন হয়েছে। অল্প শহরে এখন শহরে যাওয়া যাচ্ছে। এটা এখন উপশহরে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকার একনাগাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকায় এত উন্নয়ন হয়েছে। বিএনপি জামাত আমার একটা নেতাকর্মীকে ঘরে থাকতে দেয়নি। কিন্তু আমি তাদের কোনো কষ্ট দেয়নি। তারা তারপরও বাড়াবাড়ি শুরু করেছে। তারা পুলিশের উপর হামলা করেছে গাড়ি পুড়িয়েছে।
সোমবার (২৫ ডিসেম্বর) রাত ৮টায় মালঘর বাজারে হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় নেতাকর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, ৭জানুয়ারি আমি নির্বাচনে অংশ গ্রহণ করেছি তাই আপনারা যদি আমাকে ভালোবাসেন তাহলে ভোট সেন্টারে গিয়ে আমাকে ভোট দিবেন।। আমি ঘরের ছেলে আপনাদের কাছে ভোট চাইতে আসিনি বরণ আপনারই আমার জন্য ভোট চাইবেন।
এসময় হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিদারুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মামুনুর রশীদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে, জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মালেক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সহ-সভাপতি জাফর উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, হাইলধর ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছগির আহমেদ আজাদ, শাহাবুদ্দিন আহমেদ, সদস্য আব্দুর রহিম, সেলিম মেম্বার, মোঃ লোকমান, শ্রমীক লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নোমান, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল মনসুর চৌধুরী, উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলী আকবর, জামশেদুল ইসলাম, রেজাউল করিম আনিস, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক চৌধুরী বাবুল, বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ হোসেন বাবু, মোঃ হাসান, মফিজুর রহমান, বাবু দিলীপশীল, আব্দুল গফুর, আজাদ হোসেন, দাহারুল আলম, শাহজাহান, আবুল খায়ের, মুস্তাফিজুর রহমান, শাহদাত হোসন মিন্টু, নুর আলী, জামাল মিয়া, সাজিয়া আক্তার, জসিম উদ্দিনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post