রুপন দত্ত –আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদীয় আসন ২৯০ চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি তার নির্বাচনী জনসভায় বলেন, সংবিধান অনুযায়ী প্রতি ৫বছর পর পর নির্বাচন হতে হয় সে নির্বাচন যদি না হয় দেশে জটিলতা দেখা দিয়ে তৃতীয় শক্তির উত্তান ঘটার সম্ভাবনা থাকে। আমরা আশা করছি এই নির্বাচনে বিএনপি অংশ গ্রহণ করবে। কিন্তু তারে মিথ্যাচারে লিপ্ত। কারণ তারা জানে জনগণ তাদের পক্ষ নাই। কেননা গত ১৫বছরে যে উন্নয়ন হয়েছে তা অন্য সময় হয়নি। যারা গত ২-৪ বছর আগে বিদেশ গেছে তারা এখন এসে আনোয়ারা চিনবে না। আনোয়ারা এক সময় দুবাই শহর হবে।
আমি অন্য দলের মানুষকে অশান্তিতে রাখিনা। আমি মনে কষ্ট পেয়েছি কারণ বিএনপি জামাত আন্দোলনের নামে গাড়ি পুড়িয়ে দিয়েছে আমার এলাকায় থানার পুলিশের উপর হামলা করেছে। তাদের কাছ থেকে এটা আশা করিনি। কারণ তারা আনোয়ারায় মায়ের কোলে আছে। তাদেরকে কোনো হয়রানি করা হয়নি। তাদের জন্য সবসময় আমার দুয়ার খোলা ছিলো কারণ আমি সবার অভিভাবক হতে চেয়েছিলাম। তারা আওয়ামী লীগের বিরুদ্ধে নয় বরং তারা এখন এদেশের জনগণের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে। মানুষকে কষ্ট দেওয়া, ট্রেন পুড়ে দেওয়া এগুলো কোনো আন্দোলনের নাম নয়। বাংলাদেশের মানুষ শান্তি চাই, উন্নয়ন চাই। নিত্যপণ্যের দামের সমস্যারা সারা বিশ্বে হয়েছে। এটা করোনা এবং ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের ফলে হচ্ছে। ইনশাআল্লাহ এই সমস্যা দ্রুতই সমাধান হয়ে যাবে।
শুক্রবার (২২ ডিসেম্বর) রাত ৮টায় রুস্তম হাটে বটতলী ইউনিয়ন আওয়ামী লীগ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরোও বলেন, আওয়ামী লীগের বিকল্প নাই। আমি যতটুকু সম্ভব জনগণের পাশে থাকার চেষ্টা করেছি কখনো বিচ্ছিন্ন হয়নি৷ সুতরাং ভোট সেন্টারে গিয়ে ভোট দিয়ে আমাকে জয় যুক্ত করলেই আমি খুশি হবো। সবাইকে অনুরোধ জানাচ্ছি ৭জানুয়ারি সকালে ভোট সেন্টারে গিয়ে সবাই লাইন ধরে ভোট দিবেন।
এসময় বটতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু হানিফের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সদস্য সাকিল মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, দক্ষিন জেলা আওয়ামী লীগের সদস্য আবদুল মালেক, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ.মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসীম উদ্দীন চৌধুরী, বটতলী কলেজ ছাত্র লীগের সাবেক আহ্বায়ক মোঃ আজগরসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Discussion about this post