অধিকার ডেক্স :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এনসিসি ব্যাংক পিএলসি. এর ১২৮ তম শাখা গত মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করেছে। এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার প্রধান অতিথি হিসেবে এবং পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস.এম আবু মহসীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির কার্যক্রম উদ্বোধন করেন।
ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম.শামসুল আরেফিন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আনোয়ারা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুল্লাহ আল মামুন, এনসিসি ব্যাংকের এসইভিপি ও কোম্পানি সচিব মো. মনিরুল আলম, ইভিপি ও মার্কেটিং এন্ড ব্রাঞ্চেস বিভাগ প্রধান মোহাম্মদ রিদওয়ানুল হকসহ চট্টগ্রাম অঞ্চলের অন্যান্য শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post