রুপন দত্ত –চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপি কর্তৃক হরতাল অবরোধ সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারণ্যের অগ্রযাত্রারোধসহ আনোয়ারা থানার ওসিসহ পুলিশের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) উপজেলার সদরে আনোয়ারা উপজেলা ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এই মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা আঃ লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী, সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন, সগীর আজাদ, শ্রমবিষয়ক সম্পাদক মোহাম্মদ সৈয়দ, সদস্য নজরুল ইসলাম বকুল, রহিম মেম্বার, শ্রমীক লীগের সহ-সভাপতি মামুনুর রশীদ, দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফারুকুল ইসলাম, আবুল হাসান বাবলু ও শহীদ আনোয়ারসহ উপজেলা ও কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Discussion about this post