রুপন দত্ত –চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করে স্থানীয় ১২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এসময় জাটকা ইলিশ বিক্রির দায়ে তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার কালাবিবির দিঘির মোড় মৎস্য আড়ৎ এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জব্দ-জরিমানা করা হয়।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রাশিদুল হক, মেরিন ফিসারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জাটকা মাছ জব্দ করাসহ আব্দুস শুক্কুর, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ আনিস নামের তিনজনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা ১২টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।
Discussion about this post