চট্টগ্রামের আনোয়ারায় একদিনে দুটি লাশ উদ্ধার করেছে আনোয়ারা থানা পুলিশ।
গতকাল দিবাগত রাতে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলা সদরের ইছামতী এলাকা থেকে একটি অপরটি বরুমছড়া রাস্তার মাথা থেকে উদ্ধার করা হয়। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ছাত্রের নাম আবদুল্লাহ আল মাসুম (১৮)। তিনি আনোয়ারা ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মো. ইউছুপের ছেলে।
জানাযায় মাসুম গতকাল রাত সাড়ে ১২টার দিকে দীপ্ত দত্ত নামের তাঁর এক বন্ধুর মোটরসাইকেলের পেছনে বসে উপজেলা সদর থেকে ইছামতী এলাকার দিকে যাচ্ছিলেন। পরে ইছামতী এলাকায় স্থানীয় লোকজন রাস্তায় একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুমের লাশ উদ্ধার করে। এ সময় মাসুমের গলা, কোমর ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
আজ রোববার সকালে আনোয়ারা থানায় গিয়ে দেখা যায় সেখানে শতাধিক মানুষ অবস্থান নিয়েছেন। মাসুমের মা–বাবা ও আত্মীয়ের আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। মাসুমের বাবা মো. ইউছুপ অভিযোগ করে জানান, পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
ওসি এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, মাসুমের লাশ গতকাল রাতে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় তদন্তের পাশাপাশি মামলার প্রস্তুতি চলছে।
অপরদিকে অজ্ঞাত (৪২) আর এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (০৩ অক্টোবর) সকালে উপজেলার বরুমচড়া রাস্তার মাথার আগে আনোয়ারা-বাশখালী পিএবি সড়ক থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী আব্দুল লতিফ জানান,সকালে উপজেলার বরুমচড়া রাস্তার মাথার আগে সড়কের উপর লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়।খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
অধিকার /রুডি
এই বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার জানান, নিহত অজ্ঞাত ব্যক্তি নাম পরিচয় এবং তার হত্যা রহস্য উদঘাটনের কাজ শুরু করেছে পুলিশ। তবে ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।
Discussion about this post