রুপন দত্ত –দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনোয়ারা-কর্ণফুলী চট্টগ্রাম-১৩ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। সোমবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময়ে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রিদ্ওয়ানুল করিম চৌধুরীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় ১নং বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোয়াব আলী বলেন, মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জ্বামান চৌধুরী জাবেদ এম পি চট্টগ্রাম ১৩ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আমরা আবারো বিপুল ভোটে তাকে জয়ী করবো ইনশাআল্লাহ।
Discussion about this post