এম. সাইফুল্লাহ চৌধুরী, লোহাগাড়া –
কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নে পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিভে গেল চট্টগ্রামের লোহাগাড়ার উদীয়মান এক চিকিৎসকের জীবন প্রদীপ। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা পাগলির বিল এলাকায় বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল আনুমানিক নয়টায় উক্ত দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনায় নিহত চিকিৎসকের নাম ডাঃ হাফেজ মাওলানা ডাক্তার সৈয়দুল উমাম চৌধুরী(৩০) প্রকাশ ভুট্টো। তিনি লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের গোড়স্থান চৌধুরী পাড়ার মৃত মোহাম্মদ শাহজাহান চৌধুরীর ৪র্থ সন্তান। বিষয়টি নিশ্চিত করেন পুটিবিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক বলেন, চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে ডুলাহাজারা এলাকায় পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে উক্ত চিকিৎসকের মৃত্যু হয়েছে।নিহতের পরিবার সূত্রে জানা যায় , ডাঃ সৈয়দুল উমাম চৌধুরী প্রকাশ ভুট্টো একজন চিকিৎসক। তিনি চট্টগ্রাম নগরীর পার্কভিও হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন তিনি এমবিবিএস পাশ করার পূর্বে পবিত্র কুরআন হিফয করার পাশাপাশি আরবি শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন।কক্সবাজারে একটি ব্যাক্তিগত চিকিৎসাসেবা প্রদানে চেম্বার উদ্বোধন করার জন্য চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্য বাসা থেকে বের হন কিন্তু বিরোধী দলের ডাকা অবরোধের কারণে বাস না পেয়ে মাইক্রোবাসযোগে কক্সবাজার যাওয়ার পথে পিক-আপের সাথে মুখোমুখি সংঘর্ষে তাঁর মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় , একটি পিকআপ ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত অবস্থায় সৈয়দুল উমাম চৌধুরীকে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পারিবারিক সূত্রে জানা যায়, ২০২১সালের আগস্ট মাসে বিয়ে করেছিল এক ডাক্তারকে।
Discussion about this post