মোহাম্মদ ওমরফারুক: চন্দনাইশ –
জোয়ারা খানখানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে সালমা আদিল ফাউন্ডেশন এর উদ্যোগে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা উৎসাহ মূলক বৃত্তি প্রদান করা হয় উৎসাহ মূলক বৃত্তি প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোয়ারা খানকানাবাদ নূতন চন্দ্র উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব চপল কান্তি সেন অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃত্তির সমন্বয়ক ও ফতেনগর শরীফুন্নেছা নজির উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারি প্রধান শিক্ষক নটন দেব রায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ শিবলী সাদেক কফিল সাংবাদিক মোহাম্মদ ওমর ফারুক যথাক্রমে শিক্ষক উত্তম কুমার দেব, মোঃ আবুল কালাম আজাদ, সঞ্জীব কুমার বড়ুয়া, সোমা গুহ, পিংকি বড়ুয়া, ঐন্দ্রিলা সাহা, গণেশ চন্দ্রনাথ, সুজাউর রহমান, বিশ্বজিৎ মিত্র, অশোক ভট্টাচার্য প্রমুখ।
Discussion about this post