রুপন দত্ত –
চট্টগ্রাম আনোয়ারা সিইউএফএলে ফিলিস্তিনিদের পক্ষে ও দখলদার ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।১০ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর সিইউএফএল সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিল আনোয়ারা বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে।বিক্ষোভকারীরা ফিলিস্তিনি মুসলমানের ওপর ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ, আগ্নেয়াস্ত্র হামলা, অগ্নিসংযোগসহ নানা অপকর্মের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধে বিশ্ববাসীকে এগিয়ে আসার আহবান জানান।এতে উপস্থিত ছিলেন সিইউএফএল মসজিদের পেশ ইমাম নাজিম উদ্দিন কাজেমী,জাহিদ চৌধুরী, মোহাম্মদ জামাল,সৈয়দ মুহাম্মদ আল জাওয়াদ,জাহিদ হাসান,আবু নিয়াজ পাভেল সহ আরো অনেকে।
Discussion about this post