রুপন দত্ত : মো.আশিক ২০২২ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ গোলকিপার পদক লাভ করে। সে চট্টগ্রাম জেলা পর্যায়েও বেশ সুনামের সাথে তার দলকে রানার্স-আপ ট্রফি জয়ে ভূমিকা রাখে।
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ও জেলা পর্যায়ে দ্বিতীয় পুরষ্কারপ্রাপ্ত কিশোর ফুটবলার মো.আশিক (১৭) আর নেই। ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর ৫টায় চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।আশিক উপজেলার রায়পুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হাসানের ছেলে। এক বোন চার ভাইয়ের মধ্যে আশিক সবার ছোট। সে বটতলী শাহ মোহছেন আউলিয়া ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাত ৮টায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কিশোর ফুটবলার মো. আশিকের মৃত্যুতে আনোয়ারা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,রাজনৈতিক নেতৃবৃন্দসহ অনেকে শোক প্রকাশ করেন।
Discussion about this post