ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে ধামরাইয়ের কুল্লা ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী কুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কুল্লা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইমলাম এর নির্বাচনী প্রচার-প্রচারনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে কুল্লা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাড়িগাও বাজারে এ নির্বাচনী প্রচারনা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় সমাজ সেবক আজমত ফকির এর সভাপতিত্বে ও শিক্ষানুরাগী আবু তাহের এর সঞ্চালনায় উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুল্লা ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কুল্লা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইমলাম।
উঠান বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম বলেন, আমি দলের কাছে চেয়ারম্যান পদের মনোনয়ন প্রত্যাশী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ বুকে নিয়ে ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ঢাকা-২০ এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ এর দিক-নির্দেশনায় আমরা জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছি -যাবো। দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করা আমাদের রাজনৈতিক অঙ্গীকার। কুল্লা ইউনিয়ন বাসিকে আধুনিক সেরা পছন্দের ইউনিয়ন উপহার দিবো,মাদক ,সন্ত্রাস মুক্ত করে যুব সমাজকে একটি আধুনিক সমাজ উপহার দিবো। পরিশেষে তিনি সকলের কাছে ভোট প্রার্থনা ও সকলের সমর্থন কমনা করেন,উঠান বৈঠক শেষে তিনি এলাকার ছোট-বড় সকলের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে দোয়া প্রার্থনা করেন।
এ সময় প্রবাসী ব্যবসায়ী সমাজ সেবক সাইফুল ইসলাম,কুল্লা ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মহর আলী,সাধারন সম্পাদক মানিক মিয়া,সাবেক ইউপি সদস্যের ছেলে হয়রত আলী,সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলামসহ কুল্লা ইউনিয়ন আ’লীগ ও অংগ সংগঠনের নেতা কর্মী এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
Discussion about this post