রুপন দত্ত –“সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে আনোয়ারায় ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (০৪ঠা নভেম্বর) সকাল ১০ টায় আনোয়ারা উপজেলা সমবায় অফিসের উদ্যােগে দিবসটি পালন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন র্যালীও আলোচনা সভার আয়োজন করা হয়। এবং উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিনের সভাপতিত্বে ও উদ্যোক্তা, সংগঠক তানভীর হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলার সমবায় অফিসার মমতাজ বেগম।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বহুমূখী সমবায় সমিতির নির্বাহী সদস্য মোঃ আইয়ুব খান,সিইউএফএল কো-অপারেটিভ সমিতির সভাপতি
জালাল আহমদ,আঙিনা বহুমূখী মহিলা সমবায় সমিতির পুরবী সিংহ,আনোয়ারা শ্রমজীবি সমবায় সমিতির সভাপতি এম এ জব্বার খান, আবদুল হান্নান প্রমূকসহ আনোয়ারা সমবায় সমিতর নিবন্ধিত ৯৭ টি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্হিত ছিলেন।
Discussion about this post