রুপন দত্ত –নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ সরকারের বর্তমান ভূমিমন্ত্রীর পিতা, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বর্ষীয়ান রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর একাদশ তম মৃত্যু বার্ষিকী।
শনিবার (৪ঠা নভেম্বর) সকাল থেকে মরহুম নেতার প্রতি ভালোবাসা জানাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামের বাড়িতে ঢল নামে আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতাকর্মীর।
এসময় তাঁর আত্মার মাগফিতার কামনায় খতমে কোরআন, দোয়া মাহফিল কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনের কার্যক্রম শুরু হয়।
এদিন সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারাকর্মীরা। পরে কবরে ফাতেহা পাঠ এবং ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।
এছাড়াও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন চন্দনাইশের সাংসদ মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম এমপি , আনোয়ারা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর।
এসময় আরো উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, জেলা পরিষদ সদস্য এস এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, দক্ষিণ সেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও আখতারুজ্জামান চৌধুরী বাবুর সচিব বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ।
Discussion about this post