অধিকার ডেক্স –আনোয়ারা–কর্ণফুলীর জন্য ৫৮৪ কোটি টাকার একটি সড়ক উন্নয়ন মেগা প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক)। গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের বৈঠকে এই প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। আর এই মেগা প্রকল্পটি অনুমোদনের জন্য কৃতিত্ব দেওয়া যায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে। আনোয়ারা কর্ণফুলীবাসী এই প্রকল্পটিকে ভূমি মন্ত্রীর আরও একটি চমক বলে মনে করছেন। আনোয়ারা চাতরী চৌমুহনী বাজার থেকে সিইউএফএল–মেরিন একাডেমি–বদলপুরা–দক্ষিণ শাহমীর পুর–জামতলা বাজার হয়ে সড়কটি কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাটে বঙ্গবন্ধু টানেল ছয় লেন সড়কে যুক্ত হবে।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ জানান, আনোয়ারার ব্যস্ততম বাজার চাতরী চৌমুহনী থেকে সিইউএফএল–মেরিন একাডেমি–বদলপুরা–দক্ষিণ শাহমীর পুর–জামতলা বাজার হয়ে কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট পর্যন্ত সাড়ে ১৫ কিলোমিটার সড়ক ৫৮৪ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্প গতকাল মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক এ গৃহীত হয়েছে। সিইউএফএল সড়ক ও এলজিইডির দুইটি সড়কসহ মোট তিনটি সড়ক এই প্রকল্পে একীভূত করে সড়ক বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। এই সড়কটি জাতীয় মহাসড়কে উন্নীত করা হবে। বঙ্গবন্ধু টানেলকে ঘিরে আনোয়ারা কর্ণফুলীর অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা সহজ করতে এই প্রকল্প গ্রহণ করা হয়। সড়কটিতে চারটি সেতু ও ১৫টি কালভার্ট নির্মাণ করা হবে। ২৮৪ কোটি টাকা ব্যয় হবে ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ ব্যয়। প্রতিটি বড় বড় বাজারে পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থাও রয়েছে। উন্নত মানের প্রযুক্তি ও উপকরণ ব্যবহার করে সড়কটি নির্মাণ করা হবে। বাস্তবায়ন কাজ শেষ হলে ছোট–বড় ১০০টি শিল্প কারখানার পণ্যবাহী যানবাহন চলাচল করবে। যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আনোয়ারা কর্ণফুলীর দুই লাখেরও বেশি মানুষে জন্য উন্নত যোগাযোগ সুবিধা রচিত হবে।
প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা সচিব সত্যজিত কর্মকার, ভৌত অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) ড. মোহাম্মদ এমদাদউল্লাহ মিয়ান, কৃষি, পানি ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) এ কে এম ফজলুল হক এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন।
Discussion about this post