রুপন দত্ত –আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খিলপাড়া রাস্তার মাথায় অবৈধ ভাবে গড়ে তোলা স্থাপনা গ্রামবাসীর সহায়তায় গুড়িয়ে দিলো আনোয়ারা উপজেলা প্রশাসন।গতকাল সোমবার (৩০ অক্টোবর) দুপুরে আনোয়ারা উপজেলার নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন এই স্থাপনা গুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।
জানা যায়, আনোয়ারা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড এর খিলপাড়া রাস্তার মাথায় কালবার্ড এর নিচে সরকারি জায়গার উপর দক্ষিণ চাতরী গ্রামের মো: আলম, শিলাগাড়া গ্রামের মো: আরিফ ও তাদের কয়েকজন সহযোগী মিলে সরকারি জায়গা নিজেদের দাবি করে অবৈধ ভাবে সেখানে দোকানঘর করার চেষ্টা করে। এর আগেও তারা সেখানে দোকানঘর করার চেষ্টা করলে গ্রামবাসীর অভিযোগের ফলে পুলিশি বাধায় করতে না পেরে এখন আবার কাজ শুরু করলে গ্রামবাসীরা আবারো বাধা দেয়। তারা আনোয়ারা সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব এর মাধ্যমে আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিকভাবে গ্রামবাসীর উপস্থিতিতে স্থাপনা গুলো ভেঙে ফেলার নির্দেশ দেন।
এসময় সদর ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব ও ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রনজিত চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।
Discussion about this post