রুপন দত্ত –চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশে ৬ষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করা হয়।
সোমবার সকাল ১২:১৫ বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে জাতীয় ইমাম সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ-উপলক্ষ্যে আনোয়ারা সদরের নব নির্মিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করে উপজেলা প্রশাসন।অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে পিডাব্লিউডির ইঞ্জিনিয়ার অভিজিৎ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, মাও: আব্দুল হান্নান, আব্দুল খালেক শওকি, চেয়ারম্যানদের মধ্যে- অসিম কুমার দেব, নোয়াব আলী, কলিম উদ্দিন, আজিজুল হক বাবুল, সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রশীদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
মসজিদ নির্মাণ কাজের ঠিকাদার শাহজাহান জানান, ১১কোটি ২৭ লাখ টাকা ব্যয়ে আনোয়ারা মডেল মসজিদটি নির্মাণ করা হচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত প্রকল্পের মেয়াদ রয়েছে। এখনোব্দি প্রকল্পের ৯৮% কাজ শেষ হয়েছে।
Discussion about this post