আনোয়ারা প্রতিনিধি
খুলে গেছে বঙ্গবন্ধু টানেল। টানেল উদ্ভোধনকে ঘিরে পুরো চট্টগ্রাম জুড়ে বয়ে গেছে উৎসব। সকলেই মেতে ছিল টানেল উৎসবে। বঙ্গবন্ধু টানেল উদ্বোধনকে ঘিরে চট্টগ্রামের আনোয়ারায় চলেছিল সাজসজ্জার কাজ। নেতাকর্মীরা ব্যানার পোস্টারে মেতেছিল শুভেচ্ছা প্রতিযোগিতায়। এসবের মাঝে নজর কেড়েছে আনিসুজ্জামান চৌধুরী রণির একান্ত সচিব ও আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন চৌধুরী মুরাদের ব্যানার ফেস্টুন গুলো। প্রজন্ম থেকে প্রজন্ম ও বীর চট্টলার বাবু ভাই আমরা তোমায় ভুলি নাই ব্যনার গুলো দেখার মত ছিল। ব্যানারে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আক্তারুজ্জামান চৌধুরী বাবুকে তুলে ধরা হয়েছিল অন্যদের চেয়ে আলাদা ভাবে।
কালাবিবির দিঘির মোড় থেকে সমাবেশস্থলের আশেপাশে গিয়ে মুরাদের শুভেচ্ছাবার্তা সম্মিলিত দৈত্য আকারের ব্যানার চোখে পড়ছে সবার।প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ব্যানার- ফেস্টুন- তোরণে ছেয়ে যাওয়া গোটা আনোয়ারা হয়ে উঠেছিল অন্য রকম পরিবেশ। গুরুত্বপূর্ণস্থান গুলোকে সাজানো হয়েছিল বিশেষ ভাবে। প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পাশাপাশি মেগাপ্রজেক্টসহ সরকারের বিভিন্ন উন্নয়নের তথ্য তুলে ধরা হয়ে ছিল ব্যানার-ফেস্টুনে।
Discussion about this post